চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশের মধ্য দিয়ে সূচনা হতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ।
বুধবার (১৪ জুন) বিকালে তরুণদের নিয়ে এ সমাবেশের আয়োজন করছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
এরইমধ্যে চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বিএনপির তিন সহযোগী সংগঠন এ সমাবেশের অনুমিতি চাইলে জেলা প্রশাসন তাতে রাজি হয়নি। ফলে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। সড়কের উপর দুটি ট্রেইলর বা লং ভেহিক্যাল পাশাপাশি রেখে তৈরী করা হয়েছে সমাবেশ মঞ্চ।
বুধবার বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হলেও লোকজন জড়ো হয়েছেন সকাল থেকেই। দূর-দূরান্ত থেকে অনেকে সকালেই সামবেশস্থলে এসে পৌঁছান। অনেকে সকালে এলেও মহানগরীতে ঘুরে বেড়ান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ জানিয়ে বলেন, মানুষের ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে চার কোটি নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেননি। ভোট মানুষের নাগরিক অধিকার। কিন্তু চার কোটি ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে৷