আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল।
২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।