জুলাই বিপ্লবে নেতৃত্ব থাকা তরুণদের হাত ধরে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর এই দলের নেতৃত্ব দিতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্যরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠান মঞ্চে অংশ নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। যদি এই মঞ্চে কোনও চেয়ার নেই।
অনুষ্ঠানের শুরুতে দুটি ডকুমেন্টারি প্রর্দশনী করা হয়। মূলত দীর্ঘ ১৫ বছরের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে উঠে।
আর সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।