শুক্রবার, ২৩ মে, ২০২৫

চলমান সংকটে হতাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পদত্যাগের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সরকারের কার্যক্রম নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। এমনকি তিনি তার পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও চিন্তা করছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কয়েকজন উপদেষ্টার সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনায় জিম্মিবোধ করছেন এবং এই অবস্থায় দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত আলোচনায় ড. ইউনূস বলেন, তিনি জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়ে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। তিনি মনে করছেন, তার সরকারের কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা তার ব্যক্তিগত ভাবমূর্তি ও সরকারের নৈতিক অবস্থানকে হুমকির মুখে ফেলেছে।

আলোচনায় উঠে আসে পদত্যাগের প্রসঙ্গ
সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান জুলাই গণঅভ্যুত্থানের তিন গুরুত্বপূর্ণ নেতা—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, স্যার (ড. ইউনূস) বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো কোনো সাধারণ ভিত্তিতে ঐকমত্যে পৌঁছাতে না পারে, তাহলে তিনি নিজেকে উপযুক্ত মনে করছেন না এই দায়িত্বে থাকার জন্য।

তিনি আরও বলেন, স্যার বলেছেন, আমাকে তো গণ-আন্দোলনের পর আনা হয়েছিল পরিবর্তনের জন্য। এখন যদি সেই জায়গা থেকে কাজ করতেই না পারি, তাহলে আমার থাকার দরকার কী?

নাহিদ প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, দেশের ভবিষ্যৎ ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় নিয়ে যেন তিনি ধৈর্য ধরেন এবং পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত আপাতত এড়িয়ে যান।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা তার অবস্থান পুনর্বিবেচনা করছেন। নাহিদ তাকে পদত্যাগ না করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন।

রাজনৈতিক অস্থিরতা ও চাপ
বর্তমানে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নির্বাচন আয়োজনের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার তারা উপদেষ্টা পরিষদ কমানোর পাশাপাশি তিন উপদেষ্টার—তথ্য, স্থানীয় সরকার ও জাতীয় নিরাপত্তা—অপসারণ দাবি করে।

অন্যদিকে, এনসিপি ঘোষণা দিয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচন করবে না। তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের পদত্যাগ দাবি করেছে। এনসিপি ও জামায়াতে ইসলামীর মতো দলগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষিদ্ধ নেতাদের বিচার সম্পন্ন এবং পূর্ণ সংস্কার প্রয়োজন।

সেনাপ্রধানের বার্তা
এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এটি কেবল একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। বুধবার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে এই বক্তব্য দেন তিনি।

ইউনূসের অস্বস্তি প্রকাশ
বুধবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে ড. ইউনূস উপদেষ্টাব্যতীত অন্যদের বের করে দিয়ে চার ঘণ্টা বৈঠক করেন উপদেষ্টাদের সঙ্গে। তিনি বলেন, অনেকে দাবি করছেন, সরকারের মূল দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন, অন্য কোনো ভূমিকা নয়। এ অবস্থায় তিনি প্রশ্ন রাখেন—এই অবস্থায় তার পদে থাকার যৌক্তিকতা আদৌ আছে কি না।

সূত্র জানায়, উপদেষ্টারা তাকে কিছু সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন। তবে রাতেও বাসভবনে ফিরে তিনি তার মত থেকে সরেননি বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে গুঞ্জন
ড. ইউনূসের পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই নানা ধরনের গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সামাজিক মাধ্যমে তাকে সমর্থনের বার্তা দিচ্ছেন এবং তার অবস্থানে থাকার আহ্বান জানাচ্ছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অনিশ্চয়তার প্রেক্ষিতে ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে। এখন দেখার বিষয়, তিনি চাপ সত্ত্বেও দায়িত্বে থাকবেন, না কি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজপথে বিএনপি, চাপে অন্তর্বর্তী সরকার

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে টানা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিএনপি। দলটির নেতারা দাবি...

হঠাৎ রাতে ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদবিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ, ফের ঐক্যের ডাক

জুলাই আন্দোলনের পর বিভিন্ন সময় নিজের দেওয়া সব বক্তব্য, ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (২২ মে)...

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর থাকছে না নারী কোটা। আজ বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো...

সম্পর্কিত নিউজ

রাজপথে বিএনপি, চাপে অন্তর্বর্তী সরকার

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে টানা রাজপথে অবস্থান কর্মসূচি...

হঠাৎ রাতে ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদবিরোধী...

ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ, ফের ঐক্যের ডাক

জুলাই আন্দোলনের পর বিভিন্ন সময় নিজের দেওয়া সব বক্তব্য, ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছেন,...