চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি বাজারে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে ৭ জনকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ সময় খবর পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন—হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।