রাজধানীর গুলশান এলাকায় চাঁদাবাজদের হুমকির মুখে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের হুমকিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে থাকা ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও সড়ক নিরাপত্তা প্রকল্পের একাংশের কাজ মাঝামাঝি অবস্থায় রেখেই ভীতসন্ত্রস্ত নির্মাতা প্রতিষ্ঠান গা ঢাকা দিয়েছে। এতে ঐ সড়ক এখন যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। ছোটখাটো দুর্ঘটনায় মানুষের হাত-পা ভাঙাও এখন নিয়মিত ঘটনা। বেড়েছে নাগরিক দুর্ভোগও।
এ প্রকল্পের আওতায় গুলশানের আমতলী থেকে লেক পর্যন্ত অংশে পিচের স্লাব ঢালাই, ট্রেনসে বালি ভরাট ডব্লিউবিএমসহ পাইপ লাইনের কাজ করার পরিকল্পনা ছিলো।
সন্ত্রাসীদের চাঁদাবাজি ও হুমকির বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকল্প পরিচালক ও সিটি মেয়রকে জানানো হলেও এ পর্যন্ত কোনো সমাধানে আসেনি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ। এতে করেই মাঝামাঝি অবস্থায় কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুতই খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেয়রকে দেওয়া অভিযোগপত্রের ভাষ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর কাজ চলমান অবস্থায় বেশকিছু সন্ত্রাসী ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে খুঁজতে থাকে। না পেয়ে তারা শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করে দিয়ে যায়। পরে শ্রমিকরা আবার কাজ শুরু করতে গেলে তারা জীবনে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দিতে থাকলে শ্রমিকরা ফের কাজ ছেড়ে চলে যায়। এখন কাজ বন্ধ অবস্থায় আছে।