দৈনিক ফেনীর সময়–এর চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকি দিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান।
সোমবার দৈনিক ফেনীর সময়–এ ‘ফেনী কলেজ গেটের ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পর জিল্লুর রহমান ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে আরিফ আজমকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আরিফ আজম ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, ঘটনার পর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি দ্রুত আইনগত ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুজ্জামান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”