সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চাঁদাবাজি করায় বিএনপি নেতাকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেনকে পিটিয়ে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল নেতাসহ বিএনপির লোকজন। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেন ভুইগড় এলাকার মমির ছেলে। তার বড় ভাই মাসুদ মিয়া কুতুবপুর ইউপি মেম্বার। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহণে চাঁদাবাজি নিয়ে বিএনপির একপক্ষ আরেকপক্ষের লোকদের মারধর করে। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান। মামলায় আসামি করা হয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন ও তার লোকজনকে।

মামলা হলেও পুলিশ মামুনকে গ্রেফতার করেনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন আব্দুর রহমান। মামুন থানায় রয়েছে এমন খবরে সোমবার রাতে দলবল নিয়ে থানায় আসেন ছাত্রদল নেতা। এ সময় আব্দুর রহমানকে দেখে পালানোর চেষ্টা করেন বিএনপির ওই সাধারণ সম্পাদক। পরে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে আব্দুর রহমান ও তার লোকজন। এরপর মামুনকে মারতে মারতে ওসির রুমে নিয়ে যায় তারা। সেখানেও তাকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে অর্ধশতাধিক লোকজন থানার গেটের কাছে চিৎকার করতে থাকে। একজনকে ধরে তারা মারতে থাকে। এ সময় থানায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী নাজমুল, নাজমুল হোসেন, কুতুবপুর ২ নাম্বার ওয়ার্ড যুবলীগের সহসভাপতি লঙ্গী বাবু তোফায়েল হোসেন লিটনসহ সাইনবোর্ড এলাকায় বিভিন্ন পরিবহণে চাঁদাবাজি করেন। তারা সোহেল নামে একজনকে চাঁদা আদায়ের দায়িত্ব দেন। এর প্রতিবাদ করেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতাই রাব্বি, সঞ্চয়, কুতুবপুর ২ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, মিল্টন।

এ নিয়ে দুপক্ষের মধ্যে কয়েকদিন যাবৎ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এর মধ্যে গত শনিবার মামুন তার লোকজন নিয়ে মাহফুজ গ্রুপের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমানসহ কয়েকজন গুরুতর আহত হন।

ছাত্রদল নেতা আব্দুর রহমান বলেন, ‘মামুন তার সহযোগীদের নিয়ে গোটা সাইনবোর্ড এলাকা জিম্মি করে রেখেছে। তারা পরিবহণে চাঁদাবাজি, মাদক কারবার, ঝুট ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে। সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছে তারা। তাদের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা রয়েছে। তাদের অপকর্মের জন্য বিএনপির দুর্নাম হয়। এ জন্য তাদের অপকর্মের প্রতিবাদ করি। এর জেরে গত শনিবার মামুন দলবল নিয়ে সাইনবোর্ড এলাকায় আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হলেও মামুনকে পুলিশ গ্রেফতার করছিল না। এজাহারনামীয় আসামি হয়েও মামুন থানায় এসে ঘুরাফেরা করে। বিষয়টি ওসিকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। এরপর থানায় আসলে আমাদের দেখে মামুন দলবল নিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধরে ওসির হাতে তুলে দেই।’

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘পুলিশ আসামিদের চিনে না। এর মধ্যে বাদি ও তার লোকজন মামুনকে ধরে নিয়ে আসে। এরপর মামুনকে আমরা গ্রেফতার করেছি।’ থানায় মারধরের বিষয়ে ওসি বলেন, ‘বাহিরে মারধর করা হয়েছে কি না তা আমার জানা নেই। তবে আমার সামনে মামুনকে কেউ মারধর করেনি।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...