চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদ রানা টিপুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান শাহিদ রানা টিপুর বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ এপ্রিলের একটি হত্যা মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগপত্র আমলে নিয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানান। পরে তা যাচাই-বাছাই শেষে শাহীদ রানা টিপুর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রমে সমীচীন নয় মনে করে এই সিদ্ধান্ত নেয়া হয়৷
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপরামূলক কর্মকান্ড জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এবিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সালের আইন নং ৬১) এর ধারা ৩৪ (১) অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপু গত প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী।
টিপু চেয়ারম্যান ছিলেন মূলত হত্যা, মাদক ও বিস্ফোরক মামলার পালিয়ে থাকা একজন আসামী। যার ফলে স্থবির হয়ে পড়েছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এছাড়া তিনি একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক বলেন, চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের বিষয়টি এখনো জানা নেই। তবে দীর্ঘদিন ধরেই মামলার কারনে পলাতক রয়েছেন তিনি। এনিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এমনকি স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এমন প্রজ্ঞাপন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালের ০৩ জানুয়ারী আইয়ুব হত্যা মামলায় শাহীদ রানা টিপুকে গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মাদক, হত্যা ও বিষ্ফোরক মামলা ও পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে আবারো পদ ফিরে পান শাহীদ রানা টিপু।