চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৩৫) নামে এক নারী চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শুকরানী বেগম চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঘটনার সময় তার চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানীর উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ হামলায় নিহতের বাবা সবুর আলী, মা ও আরও এক আত্মীয় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার সকালে পারিবারিক বিরোধের জেরে চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযানও চালানো হবে।