সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন কৌশলে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ!

মো. জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

সীমান্তে হত্যা নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও হত্যাকাণ্ড থামায়নি ভারত। এবার হত্যার ক্ষেত্রে তারা নতুন কৌশল বেছে নিচ্ছে বলে দাবি করছেন সীমান্তবর্তী এলাকার জনগণ।

গতকাল শনিবার (২ আগস্ট) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। যাদের মধ্যে একজনের শরীর এসিড দিয়ে ঝলসানো।

স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধার করে।

নিহতরা হলেন-সেরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মৃত মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে।

বিজিবির সূত্রে জানা যায়, চৌধুরী স্মরণ এলাকার সীমান্ত পিলার ৪/২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদের পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে মো. শফিকুল ইসলামের পুরো শরীর অ্যাসিডে ঝলসানো ছিল। বৃহস্পতিবার শফিকুল ইসলাম গরু আনার উদ্দেশে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাতাসি মোড় সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

নিহত শফিকুলের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দিন বলেন, শফিকুল বৃহস্পতিবার ভারতে গিয়েছিলেন। শনিবার নদীতে মরদেহ দেখতে পেয়ে আমরা শনাক্ত করি। তার শরীর অ্যাসিডে দগ্ধ ছিল। এমন নিষ্ঠুরতা আগে দেখিনি।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন এনে এখন নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন প্রমাণ মুছে ফেলা যায়, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবারও মনোহরপুর সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী নামে আরেক ব্যক্তি। তিনি ছিলেন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও একজন বীর মুক্তিযোদ্ধার পুত্র। তার সঙ্গী রুহুল আলী এখনো নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায়...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে...

নোবিপ্রবিতে নিয়ম বহির্ভূত শিক্ষাছুটি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের শিক্ষাছুটি অনুমোদনে নিয়ম-নীতিমালা মানা হচ্ছে না। শিক্ষক সংকটে এতে করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাংলাদেশ...

সম্পর্কিত নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে...