রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন কৌশলে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ!

মো. জসিম উদ্দিন জোসি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

সীমান্তে হত্যা নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে দফায় দফায় আলোচনা চললেও হত্যাকাণ্ড থামায়নি ভারত। এবার হত্যার ক্ষেত্রে তারা নতুন কৌশল বেছে নিচ্ছে বলে দাবি করছেন সীমান্তবর্তী এলাকার জনগণ।

গতকাল শনিবার (২ আগস্ট) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। যাদের মধ্যে একজনের শরীর এসিড দিয়ে ঝলসানো।

স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধার করে।

নিহতরা হলেন-সেরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মৃত মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে।

বিজিবির সূত্রে জানা যায়, চৌধুরী স্মরণ এলাকার সীমান্ত পিলার ৪/২-এস থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদের পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে মো. শফিকুল ইসলামের পুরো শরীর অ্যাসিডে ঝলসানো ছিল। বৃহস্পতিবার শফিকুল ইসলাম গরু আনার উদ্দেশে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাতাসি মোড় সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

নিহত শফিকুলের ভগ্নিপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সমির উদ্দিন বলেন, শফিকুল বৃহস্পতিবার ভারতে গিয়েছিলেন। শনিবার নদীতে মরদেহ দেখতে পেয়ে আমরা শনাক্ত করি। তার শরীর অ্যাসিডে দগ্ধ ছিল। এমন নিষ্ঠুরতা আগে দেখিনি।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন এনে এখন নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন প্রমাণ মুছে ফেলা যায়, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবারও মনোহরপুর সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সৈয়বুর আলী নামে আরেক ব্যক্তি। তিনি ছিলেন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের বাসিন্দা ও একজন বীর মুক্তিযোদ্ধার পুত্র। তার সঙ্গী রুহুল আলী এখনো নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

স্লোগানে মুখর শাহবাগ, সমাবেশ ঘিরে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

সকাল থেকে রাজধানী ঢাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি ধাপে ধাপে মুষলধারে রূপ নেয়, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী ছাত্রদল নেতাকর্মীদের ঢলও বাড়তে থাকে।...

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের শেষ নেই। এসব অভিযোগের সাথে একমত পোষণ করলেন বিসিবি পরিচালক...

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার (২ আগস্ট) রাত সাড়ে...

সম্পর্কিত নিউজ

স্লোগানে মুখর শাহবাগ, সমাবেশ ঘিরে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

সকাল থেকে রাজধানী ঢাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি ধাপে ধাপে মুষলধারে রূপ নেয়, সেই সাথে...

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের...