বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের অবহেলিত চিকিৎসা খাতের উন্নয়নের লক্ষ্যে ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ দাবি নিয়ে আয়োজিত মানববন্ধনে ফেনীর সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্টজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তাব্যক্তিরা বক্তব্য রাখেন।
ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি ফেনী জেলাটি যাতায়াতের জন্য আশপাশের অনেকগুলো জেলার ট্রানজিট পয়েন্ট। বিগত সময়ে খালেদা জিয়ার নিজ জেলা হওয়ার কারণে এ জেলা নানা ভাবে নাগরিক সুবিধা বঞ্চিত ছিলো। রেমিট্যান্স সমৃদ্ধ এ জেলায় এখনো সরকারী ভাবে গড়ে ওঠেনি চাহিদা সম্পন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এখনো স্থাপিত হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয়।
ফেনী ও আশপাশের জেলায় মানুষের স্বাস্থ্যগত কোন সমস্যা হলে ছুটতে হয় চট্টগ্রাম অথবা ঢাকার দিকে। যাতায়াত দূর্ভোগ্যের কারণে অনেক এক্ষেত্রে প্রাণহানীর ঘটনাও বেড়েছে। এমতাবস্থায় ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠা করা অত্যন্ত যৌক্তিক বলে মনে করেন ফেনীর আপামর জনতা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ড্যাব এর ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাক্তার মোবারক হোসেন দুলাল, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ফেনীর সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল মোতালেব হুমায়ন, জাতীয় ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ জাকির হোসাইন মজুমদার ও জেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক ও ফেনী জেলা ক্রিড়া সংস্থার সদস্য শাহ ওয়ালী উল্লাহ মানিক, আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আলাউদ্দিন নুরী, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, ডিবিসির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়া প্রমুখ।