রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

চার উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজজয়ী টাইগাররা

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২১ পূর্বাহ্ণ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে সাকিব ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে ভুল ছিলো না তা আবারও প্রমাণ করলেন টাইগাররা। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জয়ের পর মিরপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে সাকিবের দল জিতলো ৪ উইকেটে। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়।

বল হাতে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছেন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচে ব্যাটার শামিম হোসেনের জায়গায় একাদশে রাখা হয় স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজকে। ওই মিরাজই ব্যাটে-বলে পার্থক্য গড়ে দিয়েছেন। চার ওভার শেষে ১২ রান খরচের বিপরীতে তুলে নিয়েছেন ৪ টি উইকেট। জস বাটলারের ইংল্যান্ড ইনিংসের শেষ বলে মিরাজ ঝড়ে ১১৭ রান তুলে অলআউট হয়।

শুরুটা সুন্দর করলেও ধাক্কার মুখে পড়েন মিরাজের কাছে। ধারাক্রমেই তুলে নেন মঈন আলী (১৫), স্যাম কারেন (১২) ও ক্রিস ওকস (শূন্য) ও ক্রিস জর্ডানকে (৩)। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বল খেলে ২৮ রান সংগ্রহ করেন বেন ডাকেট।

মোটামুটি সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ছন্দপতন ঘটে টাইগারদের। দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ৯ করে রান যোগ করে ফিরে যান। এরপর নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় ভরসা দেওয়া শুরু করেন। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হওয়া হৃদয় ১৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। পাঁচে মেহেদি মিরাজ নেমে ম্যাচ সহজ করে দেন। তিনি দুই ছক্কায় ২০ রান করে ক্যাচ দিয়ে আউট হন।

মিরাজ ফেরার পর ম্যাচ কঠিন করে ফেলে বাংলাদেশ। সাকিব ক্রিজে এসে শূন্য করে ফিরে যান। পরেই আউট হন স্লগার খ্যাত আফিফ হোসেন। তিনি ২ রান যোগ করেন।

বাংলাদেশ দলকে এখান থেকেও টেনে আবেন তৃতীয় পজিশনে নামা নাজমুল শান্ত। ৪৬ রানের হার না মানা ইনিংস খেলে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। জয়ের বড় কৃতিত্বে তাসকিনও কারিগর হয়ে রয়েছেন। তিনি পরপর দুই চার মেরে সাত বল থাকতে দেশকে সিরিজ জেতান।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ