রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান,সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ণ

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে–আল্টিমেট অর্গানিক লাইফ এবং আমদানিকারক প্রতিষ্ঠান ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

বুধবার(২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আফতাবনগরে জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আবদুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে অভিযানের এ তথ্য নিশ্চিত করে বলেন, এ প্রতিষ্ঠানের ঘিয়ের কনটেইনারে লেবেল ছিল না। উৎপাদনের তারিখ, মেয়াদ, উৎপাদন কারখানার তথ্য ছিল না। তারা এসব ঘি নিজেরা বোতলজাত করেছেন অন্য প্রতিষ্ঠানের নামে। তাদের লাইসেন্সও গাজীপুরের ঠিকানায় করা। ওই লাইসেন্স দিয়ে তারা ঢাকায় ব্যবসা করতে পারেন না।

প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য কেমিক্যালমুক্ত বলা হলেও, এর স্বপক্ষে তারা কোনো কাগজ দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে তিন লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা-পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির।

এ চিকিৎসক নিজের ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করেছেন সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ