বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শেষে পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (৪ মে) বিকালে তিনি বাসায় ফিরেছেন। গত ২৯ এপ্রিল শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
শনিবার থেকে পাঁচ দিন হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়ার বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত শনিবার বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করার পরামর্শ দেন। এবার খালেদা জিয়ার হৃদযন্ত্র, লিভার (যকৃৎ) ও কিডনির বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যে সব পরীক্ষা করানো হয়েছে, তা পর্যালোচনা করে চিকিৎসকদের বোর্ড তার বাসায় ফেরার সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ (বৃহস্পতিবার) বিকালে ঢাকায় গুলশানের বাসায় ফিরেছেন। বাড়িতে থেকেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে।
দুর্নীতি মামলায় খালেদা জিয়া দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।