উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ফিরতি লেগে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ, বেনফিকা ও ক্লাব ব্রুজ।
মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখ আলিয়াঞ্জ অ্যারেনায় স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এর মাধ্যমে দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোতে স্থান নিশ্চিত করেছে বায়ার্ন। আগের সপ্তাহে রেঞ্জার্সের মাঠে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।
ফেইনুর্দের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এসি মিলান। এতে দুই লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে।
বেনফিকা মোনাকোর বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করার পর দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
এদিকে, ক্লাব ব্রুজ আটালান্টাকে ৫-২ ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডে চলে গেছে। প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর এবার ৩-১ গোলে জিতেছে তারা।
পরবর্তী রাউন্ডে বায়ার্নের প্রতিপক্ষ হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ বা বেয়ার লেভারকুসেন। বেনফিকার প্রতিপক্ষ হতে পারে লিভারপুল বা বার্সেলোনা, ক্লাব ব্রুজের প্রতিপক্ষ হবে লিল বা অ্যাস্টন ভিলা, আর ফেইনুর্দের প্রতিপক্ষ হতে পারে ইন্টার মিলান বা আর্সেনাল। শুক্রবার এই ম্যাচগুলোর জন্য ড্র অনুষ্ঠিত হবে।