শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ছাগল চুরির অভিযোগে দুই যুবদল নেতাসহ ৫ বিএনপি কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ভোলার মনপুরায় এক ব্যবসায়ীর ছাগল চুরি করার অভিযোগে দুই যুবদলের নেতাসহ বিএনপির ৫ কর্মী আটক করেছে পুলিশ।

সোমবার সেহরীর সময় আনুমানিক ভোর ৫ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলা বাজার থেকে রাম ছাগলটি চুরি করে নিয়ে যায় যুবদল নেতার নেতৃত্বে আটককৃত অপর চার বিএনপি কর্মী। পরে সকাল ১০ টায় ঘটনা জানাজানি হলে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশসহ যুবদল নেতার বাড়ি থেকে ছাগলসহ যুবদল নেতাকে আটক করে। পরে ওই যুবদল নেতার স্বীকারোক্তি মতে অপর চার সদস্যকে আটক করে পুলিশ।

এই ঘটনায় বিকেল সাড়ে ৫ টায় চুরি হওয়া ছাগল মালিক চা ব্যবসায়ী সফিজল বাদি হয়ে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আহসান কবির।

আটকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের যুবদলের নেতা হুমায়ন মিঝি ও রিপন সর্দার। অপর আটককৃতরা হলেন ফিরোজ রাঢ়ী, মনির রাঢ়ী ও রাজিব। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানুপর গ্রামে। তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ঘটনা ও পুলিশে সূত্রে জানা যায়, উপজেলার তালতলা বাজারের চা ব্যবসায়ী শখ করে বাজারে রাম ছাগল পালতেন। সোমবার ভোররাতে দোকান থেকে সেহেরী খেতে বাসায় যান ওই ব্যবসায়ী। এই সময়ে সংঘবদ্ধ চক্রটি রাম ছাগলটিকে বাজার থেকে চুরি করে নিয়ে যায়। পরে সকালে ঘটনা জানা জানা হলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা যুবদল নেতা হুমায়ন মিঝির বাড়ি থেকে ছাগল সহ আটক করে। পরে ওই যুবদল নেতার স্বীকারমতে চক্রের অপর চার সদস্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে বিকেল সাড়ে ৫ টায় মনপুরা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন চা ব্যবসায়ী সফিজল।

এদিকে এই ঘটনা মনপুরায় সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর আমার দৃষ্টিতে এসেছে। হুমায়ন মিঝি নামে এক যুবদল কর্মী ছাগল চুরি করতে গিয়ে জনগণের কাছে ধৃত হয়েছেন। আসলেই হুমায়ন মিঝি নামে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোন যুবদল নেতা-কর্মী নেই। তার মনপুরা উপজেলা যুবদলের সাথে সর্ম্পক নেই। এই সকল অপকর্ম যারা করে তাদের সাথে মনপুরা উপজেলা যুবদলের সর্ম্পক নেই। এছাড়াও তিনি জানান, মনপুরা উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়নের কমিটি ভেঙ্গে দিয়েছি। এই ঘটনায় মনপুরা উপজেলা যুবদল তীব্র নিন্দা প্রতিবাদ জানান।

এছাড়াও উপজেলা যুবদলের আহবায়ক অভিযোগ করেন উপজেলা বিএনপির আরেকটি গ্রুপের নেতাদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করে অপকর্ম করছে হুমায়ন মিঝিদের মত লোকেরা। এই সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরাম কবির ও হাজিরহাট ইউনিয়নের যুবদলের সাবেক আহবায়ক মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, সংঘবদ্ধ চোর চক্রটিকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় ছাগলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ছাগল মালিক বাদি হয়ে থানায় মামলা করেছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবিরের (১৯) ওপর হামলার অভিযোগ উঠেছে একই আন্দোলনের আরেক কর্মী খায়রুলের (২২) বিরুদ্ধে। এ ঘটনায়...

তেলআবিবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলীয় শহর হুদায়দার ওপর মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার তারা ইসরায়েলের রাজধানী তেলআবিবের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটির...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হয়নি, বরং...

কঙ্গোতে নৌকায় আগুন লেগে নিহত ১৪৮

আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটির উত্তরপশ্চিমের...

সম্পর্কিত নিউজ

ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবিরের (১৯) ওপর হামলার অভিযোগ...

তেলআবিবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের উপকূলীয় শহর হুদায়দার ওপর মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে হুথি...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক...