শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণার পর ৪ জনের পদত্যাগ

মোঃ সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

ঝালকাঠির নলছিটি উপজেলার জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির সাধারণ সম্পাদকসহ চারজন পদত্যাগ করেছেন। অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলেকে কমিটিতে রাখার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি ও মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদকসহ চারজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন ও পদত্যাগের ঘোষণা দেন। পরদিন রোববার বেলা ১১টায় কলেজের সামনে সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা অভিযোগ করে বলেন, ‘অছাত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।’

বিক্ষোভ কর্মসূচির সময় পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন কমিটি না দিলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন। দলের অভ্যন্তরীণ এই সংকটের কারণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‘আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। আমি ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। গতকাল কমিটি ঘোষণার পর আমি এবং আমার পরিবারকে সরাসরি হাত-পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ বলেন, ‘আমি বিগত কমিটির সদস্য ছিলাম। আন্দোলনে হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছি। তবুও ছাত্রদল ছাড়িনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সুন্দর একটি কমিটি গঠন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন, ‘জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন। প্রকৃত ত্যাগী ও দলপ্রেমীরা কমিটিতে স্থান পেয়েছেন। আমরা শুনেছি, কিছু নেতাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের সিলমারা ব্যালট

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে...

মিয়ানমারের ভূমিকম্প: ঢাকার জন্য কঠিন সতর্কবার্তা

মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনের ওপর গতকাল পরপর ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ঢাকার জন্য একটি কঠিন সতর্কবার্তা। কারণ বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত...

ঈদের আনন্দ বিশ্বজুড়ে, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে মুসলিমদের ঘরে ঘরে ঈদের আনন্দ, কিন্তু ফিলিস্তিনের গাজায় ঈদের কোনো উৎসব নেই। সেখানে আছে শুধু কান্না, ক্ষুধা আর বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি বাহিনীর...

মৃত্যুপুরী মিয়ানমার, হাজার ছাড়াল নিহতের সংখ্যা

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মিয়ানমার। শুক্রবারের এই প্রলয়ঙ্করী কম্পনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। শুধু মিয়ানমারই নয়, কম্পনের...

সম্পর্কিত নিউজ

ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের সিলমারা ব্যালট

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট...

মিয়ানমারের ভূমিকম্প: ঢাকার জন্য কঠিন সতর্কবার্তা

মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনের ওপর গতকাল পরপর ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি...

ঈদের আনন্দ বিশ্বজুড়ে, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে মুসলিমদের ঘরে ঘরে ঈদের আনন্দ, কিন্তু ফিলিস্তিনের গাজায় ঈদের কোনো উৎসব নেই। সেখানে...