ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা মনসুর রাফি।
তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার একটি ছবি ইদানীং ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, মুহসীন হল শাখা ছাত্রলীগের ২০১৯ সালের কমিটিতে থাকা ওই হলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজের সাথে তিনিসহ একদল শিক্ষার্থী ছবি তুলছেন। যেখানে তাকে বসে ছবি তুলতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হলের মনসুরের এক বন্ধু বলেন, হলে থাকাকালীন মনসুর প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি ভোল পাল্টে ছাত্রদলের রাজনীতি শুরু করেন।
শুক্রবার (৮ আগষ্ট) ঢাবির হলগুলোর আহ্বায়ক কমিটি ঘোষণা করে ঢাবি শাখা ছাত্রদল। এতে মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব করা হয়েছে মনসুর রাফিকে।
শুধু রাফিই নন, সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৮৩ জনের এই কমিটিতে এ পর্যন্ত ৫৭ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যারা একসময় প্রত্যক্ষভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিংবা কেউ কেউ পদধারীও ছিলেন।