মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং ও অছাত্র দিয়ে কমিটি, ছাত্রদলের নাছিরের কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নোয়াখালীর বিভিন্ন কলেজ এবং মাদরাসাসহ ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে কুশপুত্তলিকা দাহ করা হয়। কয়েকটি কলেজে ক্ষোভে অনেককে পদাত্যাগ করতে দেখা গেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, কবিরহাট সরকারি কলেজ ও সরকারি মুজিব কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।

এর আগে, রোববার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। একইসাথে আগামী ৩০দিনের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলো তাদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জে সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।

পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের অবৈধ পকেট কমিটি, মানিনা মানবোনাসহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষুব্ধরা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ঘোষিত ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন পায়নি রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগীরা। বরং কমিটিতে স্থান পেয়েছে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, বিবাহিত, অছাত্র ও ব্যবসায়ীরা। অতিদ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিক্ষুব্ধরা। ছাত্রলীগ নেতা, বিবাহিত, ছাত্রদের দিয়ে কমিটি দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরের সন্তান ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

পদবঞ্চিতরা আরও বলেন, স্থানীয় নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতাদের ভুল তথ্য দিয়ে অযোগ্য বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পেয়েছে। কারও পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি নয়, আমরা যোগ্যদের দিয়ে কমিটি চাই। এসব কমিটি অতিদ্রুত বাতিল করতে হবে।

এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার আগেই কমিটিগুলো থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। সরকারি মুজিব কলেজ ছাত্রদলের কমিটির সহ-সভাপতি মারুফ হাসান রিফাত, সহ-সভাপতি তানভীর হোসেন ফুয়াদ, কাজী এলাহী, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় মজুমদার, বামনী ডিগ্রি কলেজের প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন সাকিব পদত্যাগ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

হান্নানের ওপর হামলা প্রসঙ্গে সারজিস—বিএনপির লজ্জিত হওয়া উচিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির নেতাকর্মীরা যে হামলা করেছে, সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত বলে...

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২৪ মার্চ)...

তামিম ফিরে আসুক এটাই চাওয়া

ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর কি বুঝিয়ে দিলো তাকে কতটা ভালোবাসেন সকলে? সোমবার সকালে সাভার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। এরপর তাকে...

জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব: স্বরাষ্ট্র সচিব

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবু জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে...

সম্পর্কিত নিউজ

হান্নানের ওপর হামলা প্রসঙ্গে সারজিস—বিএনপির লজ্জিত হওয়া উচিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির নেতাকর্মীরা...

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয়...

তামিম ফিরে আসুক এটাই চাওয়া

ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার খবর কি বুঝিয়ে দিলো তাকে কতটা ভালোবাসেন সকলে? সোমবার সকালে...