মাত্র ছয় সপ্তাহ দায়িত্ব পালনের পরই বরখাস্ত হতে হলো যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে। দায়িত্ব নেওয়ার পর একটি মিনি বাজেট ঘোষণা করেন। যার প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়।
এমনকি এই মিনি বাজেটের প্রভাবে দেশটিতে মর্গেজের দামও বৃদ্ধি পায়। খবর বিবিসি।
সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেং দুইজন মিলেই মিনি বাজেট ঘোষণা করেছিলেন। যার মধ্যে বড় ধরনের কর ছাড়ের বিষয়ও ছিল। তবে এই মিনি বাজেটের নেতিবাচক দিকটাই বড় করে ফুটে উঠেছে।
সবশেষ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন ব্রিটিশ অর্থমন্ত্রী। সেখান থেকে শুক্রবার (১৪ অক্টোবর) আচমকা ফিরে আসেন তিনি। জানা গিয়েছিল, তার ঘোষিত মিনি বাজেট বাতিল করে দেওয়া হবে। এ নিয়ে কথা বলতেই দ্রুত ফিরে আসেন। তবে ফিরে এসে বরখাস্ত হওয়ার খবর পান।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন কাওয়াসি। ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। তিনি দায়িত্ব পাওয়ার ৩০ দিনের মাথায় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন।