32 C
Dhaka
Sunday, September 22, 2024

জনগণের স্বস্তি ও শান্তি ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে: বাম জোট

ডেস্ক রিপোর্ট:

ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম নেতারা বলেন, বর্তমান সরকার জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে প্রতিদিন বাজে প্রলাপ বকছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগণের জীবনে স্বস্তি ও শান্তি আসবে না। তাই জনগণের স্বস্তি ও শান্তি ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টন ও আজিমপুর এলাকায় বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। বাম জোটের পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই গণসংযোগ চালানো হয়।

১৮ মার্চের সমাবেশ সফল করার লক্ষ্যে চালানো এই গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদের জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, রুখসানা আফরোজ আশা, সিপিবির অর্নব সরকার, বাসদের (মার্কসবাদী) রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, হকার নেতা সেকান্দর আলী, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, দীপক শীল, অনীক কুমার দাস, সুহাইল আহম্মেদ, ভজন বিশ্বাস প্রমুখ ব্যক্তিরা।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ ঢাকায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সমাবেশ করবে বাম জোট। 

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...