শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

জবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আটক অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থী

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তীকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের গোয়েন্দা বিভাগের লালবাগ জোনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দু’জনকে নজরদারিতে রাখা হয়েছিল। তারা পুলিশ হেফাজত রয়েছেন।

অবন্তীকার আত্মহত্যার ঘটনায় শনিবার তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এই দাবি পূরণ না হলে সোমবার ভাইস চ্যান্সেলরের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ার দেয়া হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অবন্তীকা ফেসবুক স্ট্যাটাসে আটক দু’জনকে দায়ী করে আত্মহত্যা করেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ