ভারতের জম্মু-কাশ্মিরে শুরু হয়েছে সেনা-পুলিশের যৌথ অভিযান ‘অপারেশন মহাদেব’। রাজ্যের রাজধানী শ্রীনগরের কাছে দাচিগামের পাহাড়ি জঙ্গলে এই অভিযান চালানো হচ্ছে। এরইমধ্যে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
নিহতদের পরিচয় প্রকাশ করেছে জম্মু-কাশ্মির কমান্ডের চিনার কোর। তারা হলেন—সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। তিনজনই পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা (LET) জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে।
এদের মধ্যে সুলেমান ছিলেন সবচেয়ে বয়স্ক ও নেতৃস্থানীয়। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরের ২২ এপ্রিল অনন্তনাগের পেহেলগামে যে ভয়াবহ হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন সুলেমান। তবে এই বিষয়ে সেনা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
ভারতীয় সেনা ও পুলিশ জানায়, নিহত তিনজনই কাশ্মিরের বাসিন্দা ছিলেন না। তারা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন।
গোয়েন্দা সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা জম্মু-কাশ্মিরের বিভিন্ন জঙ্গলে আত্মগোপনে রয়েছে। তাদের খুঁজতেই এই অভিযান শুরু করা হয়েছে।
সোমবার সকালে দাচিগামের জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা সদস্যরা। তারপর সকাল ১১টার দিকে অপারেশন মহাদেব শুরু হয়। অভিযানে অংশ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জঙ্গলে এখনো চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তাদের ধারণা, ওই এলাকায় আরও জঙ্গি ও অস্ত্র মজুত থাকতে পারে। তাই পুরো অঞ্চল ঘিরে তল্লাশি জোরদার করা হয়েছে।
এই অভিযান ঘিরে জম্মু-কাশ্মিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা কর্মকর্তারা বলছেন, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা রুখতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় বাহিনী। আগামী দিনগুলোতেও অভিযান চলবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।