শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাটে দিনেদুপুরে দোকানে হামলা চালিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন দোকান মালিকসহ ২ জন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে কাজীরহাট বাজারের পাইকারি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে ডাকাতির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার মিন্টু খালাসি বলেন, হঠাৎ করেই দুপুরের দিকে কামরুল মোল্লা (৪৫), নান্নু মোল্লা (৩৫), কালু মোল্লা (৩০), রবিন মোল্লা (২৬), জুলহাস মোল্লা (৩৫) এবং হামেদ মোল্লা (৫০)সহ ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে চলে যায়।
ডাকাতদের গুলিতে তার মামাতো ভাই লাভলু মোল্লা (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত লাভলু মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা দুপুরের দিকে মিন্টু খালাসির দোকানে আক্রমণ করে পিস্তল দিয়ে গুলি করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লাভলু মোল্লা ও মিন্টু খালাসিকে আহত করে ডাকাতরা নগদ টাকা ও পণ্য নিয়ে পালিয়ে যায়।
কাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা জানান, দুপুরের দিকে মিন্টু খালাসির দোকানে ডাকাতির ঘটনাটি শুনেছি। প্রশাসনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তাদের মতো করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ঘটনার সত্যতার কথা জানিয়ে জাজিরা থানার পুলিশ-পরিদর্শক সুজন হক বলেন, ঘটনাস্থলে গিয়ে দোকানদার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আলামত উদ্ধার করা হয়েছে।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে হামলা ও লুটপাটের বিষয়টি নিশ্চিত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।