মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির ৩ নেতার পদত্যাগ

খুলনা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার তিন প্রবীণ নেতা। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন—জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান।

দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে কোণঠাসা এই তিন নেতা জানান, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে জাতীয় পার্টিতে তাদের গুরুত্ব হারায়। যদিও গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ অনুসারীরা ঘোষিত কমিটিতে তাদের নাম ছিল, তবে তাতে কোনো সক্রিয় দায়িত্ব পাননি তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনতেই আমাদের পদত্যাগ। আমরা ভুলের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছি। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণের কাঁধে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে।’

নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তারা জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া—সময় হলে জানানো হবে।

আবদুল গফফার বিশ্বাস এর আগেও বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অপারেশন ক্লিন হার্টের সময় আমি বিএনপির সহ-সভাপতি ছিলাম। নির্যাতন-হত্যার প্রতিবাদে সেদিন সরে দাঁড়াই। পরে জাতীয় পার্টি যখন ভুল পথে হাঁটে, তখনও আমি নিজেকে গুটিয়ে নিই।’

গত দেড় দশক ধরে গফফার বিশ্বাস খুলনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন, যার মধ্যে রয়েছে মোটর বাস মালিক সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি। অপরদিকে মাসুদুর রহমান দীর্ঘদিন সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্নে গফফার বিশ্বাস বলেন, ‘যাদের ঘনিষ্ঠ বলে ধরা হয়, তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমিই ছিলাম সবচেয়ে সোচ্চার।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থী,...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে ইসরায়েল-হামাস যুদ্ধ বিদ্যমান। প্রাণহানি ঘটেছে অন্তত ৬৫ হাজার। হামাসের এই...

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে বন্দিদের মুক্তি দেবে হামাস

গাজা যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হলে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাসের একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার...

সম্পর্কিত নিউজ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, শর্তে রাজি নয় হামাস

দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলার মধ্যেই হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল...

নববর্ষ উদযাপন, পাঁচ বছর পর কুবিতে ফিরল বৈশাখী আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে 'বাংলা নববর্ষ ১৪৩২' উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী...

‘থার্ড টেম্পল’ নির্মাণের জন্য ‘লাল গরু’ জবাই শুরু!

ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস। ফলে দীর্ঘ ১৬ মাস ধরে...