প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অন্যান্য অধিবেশন ছাড়াও ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেবেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছেন, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও সাইডলাইনে টেকসই আবাসন বিষয়ে আরেকটি কর্মসূচি হবে।
তিনি বলেন, আমরা বিষয়টি জোরালোভাবে উত্থাপন করব।
বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সকল অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের প্রতিপাদ্য হল ‘একটি অশ্রুসিক্ত মুহূর্ত: ইন্টারলকিং চ্যালেঞ্জের রূপান্তরমূলক সমাধান’।
ইউক্রেনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে মোমেন বলেন, বিশ্বের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবার সঙ্গে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেয়া উচিত।
মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে রানি মারা যাওয়ার পর বিভিন্ন বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তি রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে হাসিনার।
অন্ত্যেষ্টিক্রিয়া শেষে লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদানের পর ওয়াশিংটন ডিসি সফর শেষে দেশে ফিরবেন হাসিনা।
প্রধানমন্ত্রীর আসন্ন লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সঙ্গে থাকবেন।
ওয়াশিংটনের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে মোমেন জানিয়েছেন।