রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিনকে বহিষ্কার, পুলিশে সোপর্দ

-বিজ্ঞাপণ-spot_img

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ আফরিন) সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, জুলাই-আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার আহত ব্যক্তির কাছ থেকে টাকা নেয়া এবং সরকারি চাকরি দেয়ার কথা বলে একজনের কাছে থেকেই ৯০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

এদিকে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন গণমাধ্যমকে বলেন, ‘দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্য জাতীয় নাগরিক কমিটির শহীদ ও আহত কল্যাণ সেলের কোনও দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’

তাকে আপনাদের পক্ষ থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

মেঘনার আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি...

সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে সেখানে এখন পর্যন্ত তিন হাজার ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা এসেছে। সম্মেলনে...

‘একসেপ্ট ইজরায়েল’ পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন ইন্তিফাদা ফাউন্ডেশনের

বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইজরায়েল' শব্দদ্বয় পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন। এর আগে ২০২২ সাল থেকে এই দাবিতে ধারাবাহিক আন্দোলন ও জনমত গঠনের উদ্যোগ...

আওয়ামী লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত, আটক ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এ ঘটনা...

সম্পর্কিত নিউজ

মেঘনার আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা...

সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি যে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে সেখানে এখন পর্যন্ত...

‘একসেপ্ট ইজরায়েল’ পুনর্বহাল করায় সরকারকে অভিনন্দন ইন্তিফাদা ফাউন্ডেশনের

বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইজরায়েল' শব্দদ্বয় পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন। এর আগে ২০২২...