জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
রবিবার(৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির নরসিংদীর পলাশ রাইজিং আয়োজিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
সারোয়ার তুষার বলেন , কোন একটি দল চাচ্ছে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য, আমরা তাদেরকে সেই সুযোগ দিব না , আমরা ২০২৪ এর বিজয়কে নষ্ট করতে দিবোনা আমরা এই বিজয় ধরে রাখবো।
তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হবে, আপনারা বলে দিবেন ছাত্রদের রাজনৈতিক দলের নাম কি হবে, ছাত্রদের দলে থাকবে না কোন বৈষম্য ও রক্তের রাজনীতি । যদি আমরা ছাত্রদের দল সুন্দর ও সফলভাবে গঠন করতে পারি তাহলে নরসিংদীর পাঁচটি আসনেই ছাত্রদের মনোনীত প্রার্থী বিজয়ী হবে।
জাতীয় নাগরিক কমিটির পলাশ উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম রাকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরি, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক কমিটির তাজনুভা জাবীন, নরসিংদীর জাতীয় নাগরিক কমিটির সংগঠক এড. শিরিন আক্তার শেলী, আওলাদ হোসেন জনি, নরসিংদী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য গোলাম রাশেদ তমাল ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সামিউর রহমান মাহি প্রমুখ।