স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশন কিছু ভাবছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচন নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নেই। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সিইসি। এ প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ এবং আমিও নিরপেক্ষ। এই মুহূর্তে নির্বাচনটা আলোচনার কেন্দ্রে। সৌজন্য সাক্ষাতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক।
সিইসি বলেন, বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয়। শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করাটা কিন্তু সরকারের সঙ্গে দেখা করা নয়। জেলখানার কয়েদির মতো পদে পদে কোথাও গেলাম তা তো আর জানানো সম্ভব নয় আমার।
নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময় এলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে।