আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার দাবি তুলেছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।
এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী।আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।
পরবর্তীতে এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’
এ সময় হাসিমুখেই রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য রাখেন।
এ সময় ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলার সভাপতি বাকী বিল্লাহ বক্তব্য দিতে গিয়ে দেশের মুদ্রায় শেখ হাসিনার ছবি রাখার দাবি জানান।
আওয়ামী লীগের ২২ তম সম্মেলনে দশম বারের মতো দলের সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিকে টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।