মো. সজল মিয়া, দিনাজপুর
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঘোড়াঘাট কে সি পাইলট স্কুল অ্যান্ড কলেজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।
ঘোড়াঘাট কে সি পাইলট স্কুল অ্যান্ড কলেজ ২০১৩ সালে কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ৯ বছরের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং শিক্ষকরা অনেক খুশিতে আনন্দিত।
কলেজের উপাধ্যক্ষ মো. আনিসুর রহমান জানান, কে সি পাইলট স্কুল অ্যন্ড কলেজ নির্মিত অত্যান্ত দক্ষতার সাথে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান চালানো হয়।
তিনি আরও জানান, ১১ দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক আশ্বস্ত করেছেন তাদের প্রতিষ্ঠানে ক্লাসরুম বাড়ানোর লক্ষ্যে বিল্ডিং করা হবে। যাতে পাঠদানের শ্রেণিরকক্ষ বাড়িয়ে আরও সুন্দর পরিবেশে পাঠদান করা যায়।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানান, তাদের পড়াশোনার জন্য শিক্ষকরা সবসময় যত্নবান থাকেন।