কাতার বিশ্বকাপে আরো একদফা চমক দেখলো ফুটবল বিশ্ব। প্রথম ম্যাচে স্পেনের কাছে ৭ গোলে বিধ্বস্ত হবার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ার পাওয়ার হাউজ জাপানকে এক গোলে হারিয়েছে কোস্টারিকা। এই জয়ের মাধ্যমে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখলো উত্তর আমেরিকার দেশটি।
রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় আহম্মেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামবে এই দু’দল। সবার প্রত্যাশা যখন গোলশূন্য ড্র, তখনই ম্যাচের ৮০ মিনিটে কেইশার ফুলারের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোস্টারিকা
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থেকে দু’দল। বেশ কিছু সুযোগ তৈরী করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর কিছুটা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কোস্টারিকা। অন্যদিকে জার্মান বধের কৌশল মেনেই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে জাপান।
ম্যাচের প্রথম ৩০ মিনিটে বল পজিশনে এগিয়ে থাকে কোস্টারিকা। গোলের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে কোস্টারিকা। ম্যাচের ৩৪ মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠে তার। তবে তা থেকে গোল করতে ব্যর্থ হয় কোস্টারিকা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জাপান। ম্যাচের ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ তৈরী করলেও নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এসে বিপদ মুক্ত করেন কেইলর নাভাস। ম্যাচের ৬১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় জাপান। ইউকি সোমার নেওয়া সেই ফ্রি কিক অল্পের জন্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচে জাপানের বলার মতো সুযোগ ছিলো এইটুকুই।
অন্যদিকে অনেকটা স্রোতের বিপরীতে ম্যাচের ৮০ মিনিটে গোলের দেখা পায় কোস্টারিকা। ডি বক্সের সামান্য ভেতর থেকে মাপা শটে বল জাপানের জালে জড়ান কেইশার ফুলার। পুরো ম্যাচে এই একটিই অন টার্গেট শট নেয় কোস্টারিকা। আর তাতেই নিশ্চিত হলো তাদের পূর্ণ ৩ পয়েন্ট।