শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল নেতা আহত হ‌ওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, মঙ্গলবার (৫ মার্চ ) দুপুর ২টায় মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মীর মোশাররফ হোসেন হলের গেইটে যাওয়ার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়। এই সময় ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হয় এবং শফিকুল ইসলামকে মেরে মীর মশাররফ হোসেন হল গেইটের বাইরে ফেলে রাখা হয়৷

হামলার বিষয়ে শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মোশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। নাইমুল হাসান কৌশিক মুরাদ হোসেন গুরুতর আহত হয় এবং শফিকুল ইসলামকে ছাত্রলীগ হলে ধরে নিয়ে যায়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক, শফিকুল ইসলাম, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায় নি তাকে ।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ