জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) জালিয়াতির মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে এসে সাগর হোসাইন রোহান নামে ঢাকা কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ষষ্ঠ শিফট চলাকালে সমাজবিজ্ঞান অনুষদ থেকে আটক করা হয় তাকে।
আটক ব্যক্তি সাগর হোসেন ওরফে রোহান নিজেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে পরিচয় দেয়। সে ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা এবং লিটন আলীর ছেলে।
জানা যায়, মোঃ টুটুল হাসান নামের এক দৃষ্টি প্রতিবন্ধী ভর্তিচ্ছুর হয়ে প্রক্সি দিতে আসেন রোহান। এসময় দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের সন্দেহ হলে, তারা রোহান ও টুটুল হাসানকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন।
অভিযুক্ত দৃষ্টি প্রতিবন্ধী ভর্তি পরীক্ষার্থী টুটুল বলেন, প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য কাউকে নিয়োগ করতে চেয়েছিলো সে। এজন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০ তম আবর্তনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী শাওনকে প্রক্সি লেখক খুঁজে দেওয়ার জন্য বলেন। এসময় শাওন প্রক্সি লেখকের জন্য মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী শফিকের সাথে যোগাযোগ করে।পরে শাওন প্রক্সি লেখকের জন্য তিন হাজার টাকা দিতে বলেন টুটুলকে এবং চান্স পেলে দশ হাজার টাকা দেওয়ার চুক্তির কথা স্বীকার করেন টুটুল।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অভিযুক্তকে সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষার হল থেকে আটক করা হয়।”তিনি অভিযোগের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালত বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (আশুলিয়া সার্কেল) মোঃ আশরাফুর রহমান প্রক্সি কান্ডে জড়িত থাকায় রোহানকে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।