শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

জাবিতে ভর্তি পরীক্ষা পরবর্তী ক্যম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) আর্থ সোসাইটি ও অরিত্রী ক্লাবের উদ্যোগে ২০২৩-২০২৪ সেশনের ভর্তি পরীক্ষা পরবর্তী ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

শুক্রবার ( ১ মার্চ) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাশহুরা শাম্মীর নির্দেশনায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে, পদার্থ বিজ্ঞান বিভাগের আশেপাশে ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

আর্থ সোসাইটির সাধারণ সম্পাদক মো. শুভ মাহমুদ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ধারণক্ষমতারও বেশি মানুষের পদচারণা হয়েছে। তাই নিজেদের জায়গা থেকে এমন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। সবাই নিজেদের জায়গা থেকে কাজ করলে আমাদের সবুজ ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠবে বলে বিশ্বাস করি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ