27 C
Dhaka
Tuesday, September 17, 2024

জাবিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝুলন্ত অবস্থায় জিসান আহমেদ (২৩) নামে এক বহিরাগত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের হলের কর্মচারী নজরুল ইসলামের মেজো ছেলে।

সোমবার (৬ মে) সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন বাগানের একটি গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। । পরে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ এসে সাড়ে সাতটার দিকে মৃতদেহটি উদ্ধার করে।

জানা যায়, জিসান পরিবারের সঙ্গে ক্যাম্পাসের পার্শ্ববর্তী কলাবাগান এলাকায় আনসার ক্যাম্পের পেছনে থাকতেন। তাদের পৈত্রিক নিবাস শেরপুর জেলার সদর থানায়। স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা শেষে তিনি একটি গরুর খামার দেখাশুনা করতেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জিসানের বড় ভাই ওয়ালীউল্লাহ জানান, গতকাল দুপুর থেকে সারাদিন বাড়িতে ছিলনা জিসান। রাতে বাড়িতে ফিরলে মা তাকে এতক্ষণ কোথায় ছিল এটা বলে রাগ করে। গরুকে পানি খাওয়ানো হয় নি তাই বকাঝকা করে। পরে সে আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে রাত আটটার সময় আমার কাছে ফোন দিয়ে সে ক্ষমা চাই। আমার মনে করেছিলাম সে আবার ফিরে আসবে কিন্তু সে যে এমন করবে আমরা বুঝতে পারিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমি নিরাপত্তা শাখার অধীনে থাকা আনসার ক্যাম্প থেকে খবর পায় ক্যাম্প সংলগ্ন এলাকায় ষ একটি ঝুলন্ত মরদেহের খোঁজ মিলেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশকে অবহিত করি।

আশুলিয়া থানার উপপরিদর্শক জিএম আসলামুজ্জামান বলেন, আমরা সকালে এসে মৃতদেহটি উদ্ধার করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশের ময়নাতদন্ত করতে রাজি হয়নি। এখন আমরা ঊর্ধ্বতর কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...