জাবি প্রতিনিধি: থার্টি ফার্স্ট নাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতভর অভিযান চলাকালীন সময়ে সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা ও পোশাক নিয়ে কটুক্তি করে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। ভিডিওতে নবীন ঐ নারী সহকারী প্রক্টরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আমরা মুজা পড়েই ঘরে বসে থাকবো, আমাদের বোনেরা মোজা পড়ে ঘরে বসে থাকবে।’
এসময় তার পাশে থাকা শিক্ষার্থীদের শুনিয়ে বলেন, ‘এই মুজা পড়েই ঘরে বসে থাকবা, বাইর হবা না ভাইয়া, মুজা পড়ে বের হয়ো, বোরকা পড়ে বের হয়ো’
এ ঘটনায় ঐ শিক্ষিকা এ ব্যাপারে আপত্তি প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে এ ঘটনায় প্রতিবাদ জানান।
অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীন বলেন, ’গতকাল সেখানে অনেকেই ছিল। আমি সেখানে ক্যাম্পাসের সাবেক একজন শিক্ষার্থীর পক্ষে কথা বলেছিলাম। আমরা কী থার্টিফার্স্ট নাইটে নিজেদের মতো ঘুরতে পারি না? আমরা কী ঘরে মোজা পরে জুতা পরে বসে থাকবো? আমরা তো ক্যাম্পাসে কোন অপকর্ম করতে আসিনি, আমাদের গাড়ির কাগজপত্র দেখিয়েছিলাম সেখানে।’
এ বিষয়ে জানতে চাইলে জাবির সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, আমি তার সাথে খুবই নমনীয় ভাষায় কথা বললেও তিনি আক্রমণাত্নক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন। আমার পোশাক নিয়ে কটুক্তি করে। গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্তার স্বীকার হতে হবে? নতুন স্বাধীনতা পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ’আমার সহকর্মী (ভুক্তভোগী সহকারী প্রক্টর) যদি লিখিতভাবে অভিযোগ জানান তাহলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’