জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের নতুন ভবন নির্মাণের জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এই অনুষদে নতুন দুইটি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।
উপাচার্য বলেন, ’চারুকলা অনুষদের নতুন ভবন নির্মাণের জন্য জায়গা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে ক্যাম্পাসের প্রান্তিক গেইট এলাকায়। সেইসাথে এই অনুষদে ক্যালিগ্রাফি এ্যান্ড টাইপোগ্রাফি, ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার নামের নতুন দুইটি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ডিকেট সভায় ধর্মতত্ত্ব অনুষদ চালুর ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়েছে।’
এর আগে মাস্টারপ্ল্যান প্রণয়ন ছাড়াই আল বেরুনী হলের বর্ধিতাংশের লেকের পাড়ে পাঁচ শতাধিক গাছ কেটে ছয়তলা বিশিষ্ট চারুকলা অনুষদের ভবন নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবশেষে সেই স্থানে ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।