বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, স্বাধীনতার পর থেকে এদেশে অনেক সরকার ক্ষমতায় আচ্ছে এবং গেছে। দেশ ও জনগনের কোনো উন্নয়ন কেউ করেনি কিন্তু নেতাদের উন্নয়ন ঠিকই হয়েছে। দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করেছে। আগামীতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে।
শুক্রবার সকাল ৯টায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, মানুষকে এই পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। একজন প্রতিনিধির দায়িত্ব কুরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করা। জনসমর্থন ছাড়া কুরআনের আইন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জনসমর্থন বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে জান ও মাল দিয়ে ময়দানে কাজ করতে হবে। এদেশে দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য একটি গ্রুপ সর্বদা প্রস্তুত হয়ে আছে। কিন্তু তাদের একাজ কোনো দিন সফল হবে না ইনশাআল্লাহ। দেশের মানুষ এখন অনেক সজাগ এবং ইসলাম প্রিয়।
তিনি আরও বলেন, এদেশের মাটির সঙ্গে হাজার হাজার শহীদের রক্ত মিশে আছে। যদি কেউ ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে চায় তাদেরকে মাটির সঙ্গে মিশে দেওয়া হবে।
উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহিল বাকী, শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, উপজেলা তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন সভাপতি মাহবুবুল আলম দুলাল, ডোমনপুকুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম, মাদলা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ওয়ারাসাতুল মোস্তফা সোহাগ প্রমুখ।