মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে দুই কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কাদিরপুর ইউনিয়নের দুটি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম জানান, কাদিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই ও কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।
এ বিষয়ে শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এরইমধ্যে একজনকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদেরকেও ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।
আটককৃতদের নাম-পরিচয় নিয়ে তিনি বলেন, আমি অন্যান্য কেন্দ্রে ডিউটিতে থাকায় তাদের নাম ঠিকানা এখনও জানতে পারিনি। কিন্তু জাল ভোট দেওয়ার বিষয়টি শুনেছি। কিছুক্ষণ পর নাম ঠিকানা জেনে জানাতে পারবো।
কাদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন প্রার্থী। তবে এদের মধ্যে প্রচারণা চালিয়েছেন শুধু তিন জন। প্রার্থীরা হলেন- মো. শাহ আলম তালকুকদার চাঁন মিয়া (মোটরসাইকেল), আবদুল গাফফার মুন্সী সোহাগ (চশমা) ও আজাদুল ইসলাম মাসুম বেপারী (আনারস)।
রিটার্নিং কর্মকর্তা আবদুল কাদের বলেন, এখানে মোট ১৫ হাজার ১২ জন ভোটার রয়েছে। এর মধ্যে আট হাজার ১০৩ জন পুরুষ ও ছয় হাজার ৯০৯ জন নারী ভোটার।
গত ২৯ মার্চ ইউনিয়নের ছয় বারের নির্বাচিত চেয়রাম্যান বি এম জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপরই পদটির বিপরীতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।