জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের ধাক্কার মাঝেই আরেক বাজে খবরের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। সিরিজ হারার পরেই শাস্তির মুখে পড়তে হয়েছে টিম টাইগারকে। মন্থর ওভাররেটের কারণে তামিমদের গুণতে হচ্ছে ম্যাচ ফির ৪০ শতাংশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার হারারেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।
মন্থর ওভাররেটের কারণে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে সাজা মেনে নেন। এই কারণে আর শুনানি হয়নি।
বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। এই ম্যাচেও বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে।