সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

‘জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না’

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন– জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এমন প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২২ জুন) দুপুরে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা জানান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের আলোচনায় আমি প্রস্তাব দিয়েছি, আমরা যেন সংখ্যাগত মেয়াদের চেয়ে এই ঐকমত্যে পৌঁছাই যে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় ১০ বছরের বেশি সময় যেন প্রধানমন্ত্রী না থাকতে পারেন।

তাহের বলেন, এমন সিদ্ধান্ত নিলে সেটি ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হবে। এ বিষয়ে তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে।

তিনি আরও বলেন, যতবার প্রধানমন্ত্রী হন না কেন, মেয়াদ যেন জীবদ্দশায় ১০ বছরের বেশি না হয়। আমাদের দেশে সাধারণত দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়ে থাকে। তাই সেটিই গ্রহণযোগ্য সময়সীমা হিসেবে ধরা যেতে পারে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়। এতে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশন সূত্রে জানা গেছে, সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ছাড়াও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা, সরাসরি নির্বাচন, নারীর প্রতিনিধিত্বসহ বিভিন্ন কাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি সংলাপ করে। এরপর ২ মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি,...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল প্রার্থীকে ভালো কাজের প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী...

ইকসু গঠনে এক প্লাটফর্মে ইবির সকল শিক্ষার্থী 

স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়ার  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু দীর্ঘ ৪৫ বছরেও গঠিত হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে সম্প্রতি এ নিয়ে সরব...

সম্পর্কিত নিউজ

‘জুলাইয়ের পরও আমাদের রাজনীতিবিদদের কোনো পরিবর্তন হয়নি’

জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল...

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৪টি স্মারক ও একটি কর্মসূচি সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী...

কাদা ছোড়াছুড়ি না করে ভালো কাজের প্রতিযোগিতার আহবান সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধিডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সকল...