চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলা মডেল মসজিদের পাশ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে জীবননগর মডেল মসজিদের উত্তর পাশে জাকাউল্লার পরিত্যক্ত বাঁশের বেড়ার টিনশেড থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সেখানে কর্মরত শ্রমিক ওয়াজেদ বলেন, ‘আমরা কয়েকজন এখানে বাঁশের শেডের ঘর সরানোর কাজ করছিলাম।কাজ করতে গিয়ে ঝুড়ির নিচে একটি পলিথিনে পিস্তল দেখতে পায়।
তিনি আরও বলেন, পিস্তল দেখার পর আমাদের মহাজন জাকাউল্লাকে খবর দেওয়া হয়। পরে তিনি পুলিশকে খবর দিয়ে আমাদের এখানে আসে। এরপর পুলিশ এসে পিস্তল আর পাঁচটি গুলি উদ্ধার করে নিয়ে যায়।
জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সেখান থেকে পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। পিস্তলের ম্যাগাজিন ঠিক ছিল, তবে টিগার ছিল না। পিস্তলটি ভালো মনে হচ্ছে। এতে মেইড ইন ইউএস লেখা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।