এস এম সাইফুল ইসলাম, প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নাশিদশিল্পী আহনাফ খালিদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খালিদকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহুর্তে আই সি ইউতে আছেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফেস দ্যা পিপলকে বিষয়টি নিশ্চিত করেছেন কলরবের প্রশাসনিক পরিচালক মাওলানা হাসিব আর রহমান।
তিনি জানান, খালিদ এই মুহূর্তে খুবই নাজুক অবস্থায় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের ভাষ্যমতে এই মুহুর্তে তাঁকে সর্বোচ্চ ট্রিটমেন্ট এর আওতায় রাখা হয়েছে। কোনভাবেই কাউকে দেখা সাক্ষাৎ না করার জন্য নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার বিষয়ে হাসিব আর রহমান জানান, ‘আমরা যতটুকু জানতে পেরেছি; গতরাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ৪ টার দিকে বাইকে করে একা সে বাসায় ফিরছিলো। বাইকেই তার এক্সিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। শনির আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। তখন তার সাথে কেউ ছিলো না। এক্সিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড খালি না থাকায় তখনই তাকে নিকস্থ একটা হসপিটালে আইসিইউতে লাইফ সাপোর্ট এডমিট করা হয়েছে।’
চিকিৎসাধীন গুরুতর আহত আহনাফ খালিদের সুস্থতার জন্য কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।