জুলাইয়ের পরও আমাদের রাজনীতি- বিদদের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিগ্রেডিয়ার জেনারেল(অব.) আবদুল্লাহিল আমান আজমী।
রোববার(২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ফেস দ্যা পিপলের আয়োজনে জুলাই বিপ্লব, ফ্যাসিবাদের পতন ও আগামীর বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, সমাজের গুণগত পরিবর্তন হয়নি৷
ছোট বেলায় অঙ্ক বইয়ে পড়ানো হয়–দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করার পদ্ধতি। সমাজ গঠনে আরও উদ্যোগী হতে হবে৷ সুনাগরিক গড়তে হলে শিক্ষার গুণগত পরিবর্তন করা চাই।
সামরিক বাহিনীকে রাজনীতি ও রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বাহিনীতে দুর্নীতিগ্রস্ত সদস্যরা রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আশা দেখি না।
সেনা সদস্যরা কেন পলিটিকাল পার্পস সার্ভ করবে এমন প্রশ্ন রেখে আবদুল্লা হিল আজমী বলেন, কেন রাজনৈতিক নেতাদের পা চাটা গোলাম হবে। কেন সেনাবাহিনীর সদস্যরা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে না৷ সমাজ গঠনে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে। পা চাটাদের যেন পদন্নোতি না হয়ে, যোগ্যতাই হয় পদোন্নতির মাপকাঠি বলে জানান তিনি।
জুলুম, অন্যায় থেকে দেশকে মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷