বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ববি ছাত্রদলের নানা কর্মসূচি

এনামুল হোসেন,ববি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

চব্বিশের জুলাই মাসে শুরু হওয়া বিপ্লবের শেষ হয়েছিল ৫ আগস্ট। পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগের। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গৃহীত ঐতিহাসিক এই গণআন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তারা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি ও অঙ্গীকারে।

ছাত্রদলের সাবেক সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।

ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন আমাদের ঐতিহাসিক সংগ্রামের অংশ, এবং এই আন্দোলনে ছাত্রদলের ১৫০-এর বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের সংকল্পের মূলমন্ত্র। আমরা তাদের স্মরণ করব আজীবন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকব। দীর্ঘ সময়ের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাব।’

সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি. সিহাব বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্রের জয়যাত্রার সূচনা। ছাত্রদলের সংগ্রাম ১৬ বছর ধরে অব্যাহত রয়েছে, যেখানে অনেকেই জীবনের বড় দাম দিয়ে আমাদের জন্য পথ প্রশস্ত করেছেন। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘকালীন নিপীড়ন ও অন্ধকার শেষ হয়ে দেশের মানুষের জন্য আলোকিত ভবিষ্যৎ আসছে।’

ছাত্রদলের নেতারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার আলোকিত করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে...

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি :-জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা...

সম্পর্কিত নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’...