সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ববি ছাত্রদলের নানা কর্মসূচি

এনামুল হোসেন,ববি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

চব্বিশের জুলাই মাসে শুরু হওয়া বিপ্লবের শেষ হয়েছিল ৫ আগস্ট। পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগের। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গৃহীত ঐতিহাসিক এই গণআন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তারা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে স্মৃতি ও অঙ্গীকারে।

ছাত্রদলের সাবেক সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।

ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন আমাদের ঐতিহাসিক সংগ্রামের অংশ, এবং এই আন্দোলনে ছাত্রদলের ১৫০-এর বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের সংকল্পের মূলমন্ত্র। আমরা তাদের স্মরণ করব আজীবন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকব। দীর্ঘ সময়ের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাব।’

সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি. সিহাব বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্রের জয়যাত্রার সূচনা। ছাত্রদলের সংগ্রাম ১৬ বছর ধরে অব্যাহত রয়েছে, যেখানে অনেকেই জীবনের বড় দাম দিয়ে আমাদের জন্য পথ প্রশস্ত করেছেন। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘকালীন নিপীড়ন ও অন্ধকার শেষ হয়ে দেশের মানুষের জন্য আলোকিত ভবিষ্যৎ আসছে।’

ছাত্রদলের নেতারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার আলোকিত করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায়...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে...

নোবিপ্রবিতে নিয়ম বহির্ভূত শিক্ষাছুটি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের শিক্ষাছুটি অনুমোদনে নিয়ম-নীতিমালা মানা হচ্ছে না। শিক্ষক সংকটে এতে করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাংলাদেশ...

সম্পর্কিত নিউজ

টঙ্গীতে ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর সড়ক অবরোধ 

গাজীপুর মহানগরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর-টঙ্গী সংযোগস্থল তুরাগ নদে বেইলি ব্রিজ নির্মাণের...

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে...

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে...