জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সঙ্গঠনের আয়োজনে এক বিজয় র্যালী অনুষ্ঠীত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকালে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে শহড়ের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
র্যালীটি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদারসহ অন্যান্য নেতাকর্মিরা।