ঢাবি প্রতিনিধি
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
বুধবার (৩০ জুলাই) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ।
শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও ক্রিয়া সম্পাদক মিফতাহুল হুসাইন আল মারুফ।
লিখিত বক্তব্যে শাখা সভাপতি এস এম ফরহাদ বলেন, আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবন উদযাপন উপলক্ষ্যে ৫,৬ ও ৭ আগষ্ট মোট ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রশিবির। সর্বপ্রথম ৫ আগস্ট ভোর পাঁচটায় টিএসসি থেকে গণভবন অভিমুখে সাইকেল র্যালি করা হবে। সেখানে মোট ৫০০ জন রেজিষ্ট্রেশনকারী ঢাবি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে টিএসসি অডিটোরিয়ামে মঞ্চ নাটক, শহিদ পরিবাবের স্মৃতিচারণ, প্ল্যানচেট বিতর্ক ও মূকাভিনয় পরিবেশিত হবে। এছাড়াও পরবর্তী দুদিন একই স্থানে বিভিন্ন সেমিনার-সিম্পেজিয়াম ও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাইকেল র্যালিতে কেবল ঢাবি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য সকল কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডাকসুতে শিবিরের প্যানেল সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণের তারিখ থেকে প্রত্যাহারের তারিখের মাঝামাঝি সময়ে শিবিরের প্যানেল ঘোষণা করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসের ক্রিয়াশীল অন্য ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সাথে জোট করার সম্ভাবনা আছে বলে জানান তিনি।