জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বাম ছাত্রসংগঠনের আয়োজিত সমাবেশ চলার সময় পুলিশ লাঠিচার্জে অন্তত ১২ জন ছাত্রনেতা আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী মো. সুলাইমান মিয়া, বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি সংগঠক সামি আবদুল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের স্কুলবিষয়ক সম্পাদক ফেরদৌস বাঁধন, ছাত্র ইউনিয়নের বৃহত্তর লালবাগ থানা আহ্বায়ক শান্তা ইসলামসহ আরও কয়েকজন।
আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা জানান, জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহার এবং লোডশেডিংয়ের কমিয়ে আনার দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কমর্সূচি পালন করেন। ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহে’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে শাহবাগে সমাবেশ পালন করার সময় পুলিশের লাঠিচার্জে অন্তত শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন।
জানা গেছে, শনিবার রাত ৯টা থেকে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শ্রমিক নেতা রুহুল আমিন। রবিবার অবস্থান কর্মসূচির পাশাপাশি সমাবেশ পালনকালে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে, এতে তাদের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে ছয়জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি যখন শেষের দিকে তখন পুলিশ প্রতিবাদকারীদের ওপর লাঠিচার্জ করেন। শাহবাগ মোড়ে জড়ো হয়ে প্রতিবাদকারীরা তাদের কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, আমাদের কমর্সূচি যখন শেষের দিকে, তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে ১০ জন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।